Notification
Notification
Notification
বর্ধমান স্টেশনে ২০০ জন দুস্থ মানুষকে অন্নবিতরণ

দশহারা পুজোতে টিম উড়ানের মানবিক উদ্যোগ: বর্ধমান স্টেশনে ২০০ জন দুস্থ মানুষকে অন্নবিতরণ

eBardhaman
1 Min Read
বর্ধমান স্টেশনে ২০০ জন দুস্থ মানুষকে অন্নবিতরণ

বর্ধমান, ৫ জুন ২০২৫:
দশহারা পুজো উপলক্ষে আজ এক হৃদয়ছোঁয়া মানবিক দৃশ্যের সাক্ষী থাকল বর্ধমান স্টেশন চত্বর। প্রায় ২০০ জন দুস্থ, পথবাসী ও অভুক্ত মানুষদের মুখে অন্ন তুলে দেওয়ার দায়িত্ব নিল স্বেচ্ছাসেবী সংস্থা টিম উড়ান।

এই মহতী উদ্যোগে টিম উড়ানের সদস্যরা প্রস্তুত ছিলেন। একে একে খাবারের প্যাকেট বিতরণ করা হয় স্টেশন চত্বরে থাকা অসহায় মানুষদের মধ্যে। খাবারের তালিকায় ছিল পুষ্টিকর খাবার ও পানীয়, যা পথবাসীদের জন্য ছিল এক অনন্য উপহার।

টিম উড়ানের সেক্রেটারি সেখ ইয়াসিন জানান, “উৎসবের আনন্দ তখনই পূর্ণ হয়, যখন সেই আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায়। আজকের এই ক্ষুদ্র প্রয়াস আমাদের বড়ো আনন্দ দিয়েছে।” বিশেষ ধন্যবাদ জানান গার্গী দাস মহাশয়াকে যার ঐকান্তিক প্রচেষ্টাই এই উদ্যোগ সফল হয়েছে।

এমন এক উদ্যোগে স্থানীয় মানুষরাও প্রশংসায় মুখর হন। অনেকেই বলেন, এই ধরণের মানবিক প্রচেষ্টা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং অন্যদেরও উৎসাহিত করে এগিয়ে আসতে।

উল্লেখ্য, টিম উড়ান দীর্ঘদিন ধরেই সমাজসেবামূলক নানা কাজে যুক্ত, বিশেষ করে পথশিশু, দুস্থ মানুষ ও দুর্দশাগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে। আজকের দশহারা পুজোর এই বিশেষ আয়োজন তাদের সেই ধারাবাহিকতারই এক উজ্জ্বল নিদর্শন।

Share this Article
Leave a comment