Notification
Notification
Notification
বর্ধমানে নিখোঁজ এক ব্যক্তি

বর্ধমানে নিখোঁজ এক ব্যক্তি, উদ্বিগ্ন পরিবার

eBardhaman
1 Min Read
বর্ধমানে নিখোঁজ এক ব্যক্তি, উদ্বিগ্ন পরিবার

বর্ধমান, ১২ জুন: পূর্ব বর্ধমান জেলার চয়নবাগ এলাকার উইলবাটি থেকে এক ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ ব্যক্তির নাম শুভেন্দু দে, বয়স আনুমানিক ৫৫ বছর। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, গত ৩ জুন ২০২৫ তারিখে দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়ে যান এবং তারপর থেকে আর তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজের সময় তাঁর পরনে ছিল হালকা বিবর্ণ সবুজ রঙের খাদির হাফহাতা জামা এবং নীল রঙের লুঙ্গি। পরিবারের সদস্যরা জানান, শুভেন্দু বাবুর মানসিক অবস্থা খুব একটা ভালো নয়, যার ফলে তাঁকে খুঁজে না পেয়ে তাঁরা ভীষণভাবে চিন্তিত।

নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি চালালেও এখনও পর্যন্ত তাঁর কোনো হদিস মেলেনি। ইতিমধ্যেই বর্ধমান সদর থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, যদি কেউ শুভেন্দু বাবুকে দেখে থাকেন বা তাঁর সম্পর্কে কোনো তথ্য পান, তাহলে নিচের নম্বরগুলিতে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে:

📞 ৬২৯৭৭২০৯৭৬ / ৯৭৩২০৪৮৫৯৯

ঠিকানা:
উইলবাটি, চয়নবাগ, বর্ধমান
সর্বমঙ্গলা মন্দিরের কাছে, টেলমরুই রোড
জেলা: পূর্ব বর্ধমান | থানা: বর্ধমান সদর | পিন: ৭১৩১০১

পরিবারের দাবি, “আমরা খুব চিন্তায় আছি। দয়া করে কেউ ওঁকে দেখে থাকলে আমাদের জানান। একটুখানি সহানুভূতি আমাদের খুব বড় সহায় হবে।”

Share this Article
Leave a comment