Notification
Notification
Notification
JEE Advanced 2025: মেয়েদের মধ্যে দেশের মধ্যে প্রথম কাটোয়ার দেবদত্তা মাঝি!

JEE Advanced 2025: মেয়েদের মধ্যে দেশের মধ্যে প্রথম কাটোয়ার দেবদত্তা মাঝি!

JEE Advanced 2025: মেয়েদের মধ্যে দেশের মধ্যে প্রথম কাটোয়ার দেবদত্তা মাঝি!

eBardhaman
1 Min Read
৩১২ নম্বর পেয়ে IIT প্রবেশিকায় নজির গড়লেন বাংলার কন্যা

৩১২ নম্বর পেয়ে IIT প্রবেশিকায় নজির গড়লেন বাংলার কন্যা

কাটোয়া, পূর্ব বর্ধমান | তারিখ: [২ জুন, ২০২৫]
JEE Advanced 2025 পরীক্ষায় ভারতের মেয়েদের মধ্যে সর্বোচ্চ পদমর্যাদা অর্জন করে ইতিহাস গড়লেন দেবদত্তা মাঝি, কাটোয়ার এক মেধাবী ছাত্রী। তাঁর প্রাপ্ত নম্বর — ৩১২/৩৬০, যা এক নজরে দেশের সেরা ফলগুলোর মধ্যে একটি।

দেবদত্তা শুধু মেয়েদের মধ্যেই নন, সামগ্রিক ফলাফলেও শীর্ষ তালিকায় আছেন। এই অসাধারণ কৃতিত্বে গোটা রাজ্যজুড়ে গর্ব ও আনন্দের আবহ।

🎓কে দেবদত্তা মাঝি?

কাটোয়ার এক সাধারণ পরিবার থেকে উঠে আসা দেবদত্তা ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী। স্কুলজীবনে নিয়মিত ভালো ফলাফল করলেও, JEE Advanced-এর মতো জাতীয় স্তরের পরীক্ষায় এই সাফল্য তাঁকে পৌঁছে দিয়েছে সম্পূর্ণ নতুন উচ্চতায়।

তাঁর কঠোর অধ্যবসায়, পরিবার ও শিক্ষকদের সহায়তা এবং আত্মবিশ্বাসই আজ তাঁকে এই জায়গায় নিয়ে এসেছে।

📢 বঙ্গবাসীর গর্ব

বাংলা থেকে এত বড় মাপের সফলতা বিরল। দেবদত্তার এই কৃতিত্ব বাংলার শিক্ষার মান, পরিশ্রম এবং সম্ভাবনার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

🔖 শেষ কথা:

দেবদত্তা মাঝির এই সাফল্য শুধু তাঁর একার নয় — এটি সমগ্র বাংলার সাফল্য। এক তরুণী আজ প্রমাণ করলেন, পরিশ্রম, নিষ্ঠা আর স্বপ্ন থাকলে কিছুই অসম্ভব নয়।

👏 অভিনন্দন দেবদত্তা! দেশ ও রাজ্যের গর্ব তুমি।

Share this Article
Leave a comment