Notification
Notification
Notification
News graphic featuring Elon Musk, with Bengali headline saying 'A new chapter of digital revolution: Starlink gets India’s approval', along with E-Bardhaman logo and website link."

ডিজিটাল বিপ্লবের নতুন অধ্যায়: স্টারলিংক পেল ভারতের ছাড়পত্র

ডিজিটাল বিপ্লবের নতুন অধ্যায়

eBardhaman
1 Min Read

ভারতের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল এলন মাস্কের স্পেসএক্স-এর স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প Starlink। অবশেষে, ভারত সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে লাইসেন্স পেল Starlink Internet Services। এর ফলে দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়ার পথ এখন সম্পূর্ণরূপে সুগম।

ভারতের টেলিকম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘Global Mobile Personal Communication by Satellite’ (GMPCS) লাইসেন্স পাওয়ার মাধ্যমে স্টারলিংক এখন ভারতের বাজারে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দিতে পারবে। এই পরিষেবা বিশেষ করে পাহাড়ি, প্রত্যন্ত, সীমান্তবর্তী ও যেসব এলাকায় অপটিক্যাল ফাইবার পৌঁছায়নি — সেইসব অঞ্চলের মানুষদের ডিজিটাল দুনিয়ায় যুক্ত করবে।

📡 কীভাবে কাজ করবে Starlink?

স্টারলিংকের হাজার হাজার ছোট স্যাটেলাইট পৃথিবীর নিম্ন কক্ষপথে ঘোরে এবং সেখান থেকে সরাসরি ব্যবহারকারীর বাড়িতে স্থাপিত ডিশ-অ্যান্টেনার মাধ্যমে ইন্টারনেট সিগন্যাল পাঠায়। ফলে টাওয়ার বা ফাইবারের প্রয়োজন পড়ে না — যার অর্থ, দুর্গম এলাকাতেও সহজেই কানেক্টিভিটি পৌঁছানো সম্ভব।

🌍 দেশের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত:

স্টারলিংকের অনুমোদনের ফলে গ্রামাঞ্চলের স্কুল, হাসপাতাল, কৃষি ও ছোট ব্যবসার ডিজিটাল উন্নয়নের সম্ভাবনা অনেকটাই বাড়বে। শিক্ষা ও টেলিমেডিসিনের মতো খাতে অভাবনীয় উন্নতি ঘটতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Share this Article
Leave a comment