Notification
Notification
Notification
school closed

তাপপ্রবাহের জেরে বন্ধ স্কুল! শুক্র ও শনিবার পঠনপাঠন স্থগিতের নির্দেশ রাজ্যে

eBardhaman
2 Min Read
তীব্র গরমে রাজ্যের স্কুলে ছুটি — শুক্র ও শনিবার বন্ধ থাকবে ক্লাস

রাজ্যজুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে ফের বন্ধ ঘোষণা করা হল স্কুল। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৃহস্পতিবার এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, ১৩ ও ১৪ জুন (শুক্রবার ও শনিবার) রাজ্যের সব সরকারি, সরকার-সহায়তাপ্রাপ্ত ও স্বনির্ভর প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্কুলে পঠনপাঠন স্থগিত থাকবে।

গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমবর্ধমান তাপমাত্রা এবং রেকর্ড গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ। বিশেষত বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূমের মতো জেলাগুলিতে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই করছে। এই অবস্থায় ছোট ছোট ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

🌡️ কেন এই সিদ্ধান্ত?
আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে, দক্ষিণবঙ্গের কিছু অংশে আরও কয়েকদিন তাপপ্রবাহ চলবে। একদিকে বর্ষা এখনও প্রবেশ করেনি রাজ্যে, অন্যদিকে দিনের পর দিন প্রখর রোদ ও বাতাসে আর্দ্রতার অভাবে বাড়ছে অসুস্থতার ঝুঁকি। তাই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে।

🏫 কারা এই সিদ্ধান্তের আওতায়?
রাজ্যের সমস্ত সরকারি ও সরকার-সহায়তাপ্রাপ্ত স্কুল

প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তর

পার্বত্য অঞ্চল ব্যতীত এই নির্দেশ কার্যকর হবে রাজ্যের বাকি অংশে

📅 স্কুল খুলবে কবে?
১৫ জুন, রবিবার সাপ্তাহিক ছুটি। ফলে স্কুল খুলবে ১৬ জুন, সোমবার থেকে।

✅ প্রশাসনের পরামর্শ
অতিরিক্ত গরমে বাইরে বেরোনো এড়াতে বলা হয়েছে অভিভাবকদের।

স্কুল কর্তৃপক্ষকে অনলাইনে ক্লাস বা বিকল্প ব্যবস্থার পরামর্শ দেওয়া হয়েছে।

📢 www.ebardhaman.com-এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী ও অভিভাবকদের অনুরোধ, তীব্র গরমে যথাসম্ভব সতর্ক থাকুন। নিজে সুস্থ থাকুন, অন্যকেও সতর্ক করুন।

Share this Article
Leave a comment