সমাজসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বর্ধমান থানার ভারপ্রাপ্ত আধিকারিক (IC)। স্বেচ্ছাসেবী সংস্থা “প্রচেষ্টা”-র সহযোগিতায় তিনটি এলাকার ৩১৫ জন শিশুর জন্য একটি বিশেষ দুপুরের খাবারের আয়োজন করা হয়। প্রচণ্ড গরমের মধ্যেও এক মানবিক পরিবেশে এই ব্যতিক্রমী উদ্যোগ নজর কাড়ে গোটা শহরের।
মেনুতে ছিল: ভাত, চিপস, ভেজ ডাল, আলু পোস্ত, চিকেন, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি ও আইসক্রিম।
খুব ছোট্ট একটি প্যান্ডেলের ব্যবস্থা করা হয় যাতে গরমে শিশুদের কষ্ট না হয়।
এই আয়োজনে শুধুই আহার নয়, ছিল অনেকটা ভালোবাসা ও অনুপ্রেরণা।
অনেক শিশু সেদিন বলে ওঠে, “আমিও স্যার-এর মতো হবো। ভালো করে পড়াশোনা করবো।”
এ যেন শুধু একটি খাবার নয়, বরং আশার বীজ বোনা এক মহৎ প্রয়াস।
প্রচেষ্টা-র সদস্যরা এই আয়োজনে সক্রিয় ভূমিকা নেন এবং IC স্যারের মানবিক চিন্তাভাবনার পাশে থাকেন সাধ্যমতো। করোনা মহামারির সময় থেকে IC স্যার যে ভাবে মানুষের পাশে থেকেছেন, সেই ধারা অব্যাহত রয়েছে এখনও — যা সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
