বর্ধমান, ৬ জুন ২০২৫:
আন্তর্জাতিক মঞ্চে বর্ধমানের আরও একটি নাম উজ্জ্বলভাবে স্থান করে নিল। শহরের কৃতী চিকিৎসক ডা. জিসান সাইফ আলম পাড়ি দিচ্ছেন লন্ডনের দিকে, একটি প্রখ্যাত ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়ে। আগামী ৯ জুন, লন্ডনের ঐতিহাসিক এক অনুষ্ঠানে বিশ্বের বহু দেশের প্রতিনিধিদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেন তিনি।
চিকিৎসা ক্ষেত্রে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে নির্বাচিত করা হয়েছে আন্তর্জাতিক রেডিয়োলজির ফেলোশিপ প্রোগ্রামের জন্য। সম্প্রতি অনুষ্ঠিত FRCR ফাইনাল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে তিনি এই সুযোগ অর্জন করেন।
ডা. জিসান আলমের শিকড় বর্ধমান শহরে, যেখানে তিনি এক শিক্ষিত পরিবারের সদস্য হিসেবে বড় হয়েছেন। ছোট থেকেই তিনি ছিলেন মেধাবী ও শৃঙ্খলাপরায়ণ। মিউনিসিপ্যাল বয়েজ স্কুল এবং পরবর্তীতে সিএমএস স্কুল থেকে উত্তীর্ণ হয়ে উচ্চ মাধ্যমিকে রাজ্যস্তরে ১৩তম স্থান অধিকার করেন।
পরবর্তীতে তিনি কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং পরবর্তী সময়ে AIIMS-এ রেডিয়োলজিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। গত এক দশকে তিনি গবেষণা, প্র্যাকটিস ও সামাজিক স্বাস্থ্যে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
নিজের এই সাফল্যের পেছনে পরিবার এবং স্ত্রী’র অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করে নিয়ে ডা. জিসান বলেন,
“এই অর্জনের পেছনে আমার বাবা-মায়ের পরিশ্রম, স্ত্রী’র ধৈর্য ও ভালোবাসা – সব কিছুই অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। এটা শুধু আমার একার নয়, আমাদের সকলের জয়।”
স্থানীয় বাসিন্দা, শিক্ষক, সহপাঠী এবং চিকিৎসক মহলে তাঁর এই কৃতিত্ব নিয়ে প্রশংসার বন্যা বইছে। অনেকে বলেন, এমন উদাহরণ শুধু বর্ধমান নয়, গোটা রাজ্যের গর্ব।