মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহত যাত্রী ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে টাটা গ্রুপ। দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে টাটা গ্রুপের কর্তৃপক্ষ। সেই সঙ্গে আহতদের সম্পূর্ণ চিকিৎসার খরচও বহন করার আশ্বাস দিয়েছে টাটা।
শুধু তাই না — দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মেঘানিনগরের বিজে মেডিক্যাল কলেজের হস্টেলও নতুন করে সম্পূর্ণ নির্মাণ করে দেওয়ার কথা জানিয়েছে টাটা গ্রুপ। এর মধ্য দিয়ে দুর্বল ও অসহায় পরিবারের সদস্যরা আবার ঘর ও আশ্রয় পাবেন বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
সংস্থার এই মানবিক পদক্ষেপে অনেকেই স্বস্তির নিশ্বাস ফেলেছে। টাটা গ্রুপের এই উদ্যোগ দুর্দিনে সাধারণ মানুষের পাশে থাকার এক অনন্য উদাহরণ হিসেবে প্রকাশিত হয়েছে।