দেশবাসীর সুবিধার কথা মাথায় রেখে আবারও বাড়ানো হলো আধার কার্ড বিনামূল্যে আপডেট করার সুযোগ। (UIDAI) আজ অর্থাৎ ১৪ জুন তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল (এক্স — যা পূর্বে টুইটার ছিল) থেকে এই তথ্য প্রকাশ করেছে।
UIDAI জানিয়েছে যে দেশের সবাই ২০২৬ সালের ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে অনলাইন আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন। অর্থাৎ আরও একটা বছর পর্যন্ত বিনামূল্যে ঠিকানা বা জন্মতারিখের মতো তথ্য আধার কার্ডে পরিবর্তন করার সুযোগ থাকবে।
বিনামূল্যে আধার কার্ড আপডেট করবেন কীভাবে?
UIDAI বলেছে যে কেবলমাত্র MyAadhaar পোর্টাল (https://myaadhaar.uidai.gov.in/) এর মাধ্যমে বিনামূল্যে আধার কার্ড হালনাগাদ করার সুযোগ রয়েছে। তবে অনলাইনে বিনামূল্যে কেবল সীমিত তথ্যই হালনাগাদ किया যাবে — যেমন ঠিকানা বা জন্মতারিখ — কিন্তু বায়োমেট্রিক তথ্য অনলাইনে হালনাগাদ করা যাবে না।
বায়োমেট্রিক তথ্য আপডেট করার পদ্ধতি
আপনি চাইলে আপনার আধার কার্ডের বায়োমেট্রিক তথ্যও আপডেট করাতে পারবেন, তবে এর জন্য নিকটস্থ আধার পরিষেবা কেন্দ্রে গিয়ে নির্দিষ্ট ফিস পরিশোধ করতে হবে।
আপনি চাইলে যে কোনো সমস্যা বা তথ্যের জন্য UIDAI এর টোল-ফ্রি হেল্পলাইন ১৯৪৭ এ কল দিতে পারবেন বা help@uidai.gov.in ঠিকানায় ইমেল করেও সমাধান চাইতে পারবেন।