Notification
Notification
Notification
বেলডাঙার আম বিক্রেতার সততা: ৩,৫০০ টাকা ফেরতের গল্প

৩,৫০০ টাকা ফিরিয়ে দিলেন এক আম বিক্রেতা: বেলডাঙায় সততার এক অনন্য দৃষ্টান্ত

রাস্তার পাশে দাঁড়িয়ে আম বিক্রি করেন; কষ্টের মধ্যেও মূল্যবোধ অটুট

eBardhaman
1 Min Read

বেলডাঙার ব্যস্ত কিউ বাজার এলাকায় প্রতিদিন সকালে থেকে গভীর রাত অবধি এক বাবা ও ছেলে মিলে রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করেন মৌসুমি ফল আম। জীবনের কষ্ট, অভাব, আর ঘামে ভেজা তাদের দিনযাপন। কিন্তু তাতেই দেখা মিললো এক উজ্জ্বল মানবিকতার।

গতকাল রাতে এক ক্রেতা তাড়াহুড়োয় আম কেনার সময় প্রায় ৩,৫০০ টাকা ওই বিক্রেতার ঝাকায় ফেলে চলে যান। কিছুক্ষণের মধ্যেই টাকার খোঁজে ফের ফিরে আসেন তিনি। তখন ওই আম বিক্রেতা বিন্দুমাত্র দ্বিধা না করে বলেন —
“হ্যাঁ ভাই, এখানে এইখানে টাকাটা পড়েছিল। আপনি গুনে দেখে নিন।”

সততা যেখানে দুর্লভ, সেখানে এক স্বচ্ছ বিবেকের জয়

উনি চাইলেই সেই টাকা নিজের করে নিতে পারতেন। কোনো ক্যামেরা ছিল না, ছিল না কোনো সাক্ষী। তবুও, তাঁর মন বাঁধা ছিল নীতির বন্ধনে।
এই ঘটনা আবারও প্রমাণ করে —
✔️ সত্যিকারের ধনীরা তাঁরাই, যারা মূল্যবোধে ধনী।
✔️ সততা পেশা দেখে আসে না, আসে অন্তরের শিক্ষা থেকে।

স্থানীয়দের মতে, এঁর মতো মানুষ সমাজের জন্য অনুপ্রেরণা। এমন ছোট ছোট ঘটনার মধ্য দিয়েই গড়ে ওঠে বিশ্বাসের বড় ছবি।

Share this Article
Leave a comment