Notification
Notification
Notification

কালোবাজারি ঠেকাতে তৎকাল টিকিটে আধার ভেরিফিকেশন: রেলের নতুন প্রযুক্তিনির্ভর পদক্ষেপ

eBardhaman
1 Min Read
কালোবাজারি রুখতে এবার আধার বাধ্যতামূলক! IRCTC তৎকাল টিকিট বুকিংয়ে ১ জুলাই ২০২৫ থেকে লাগবে আধার OTP ভেরিফিকেশন। এজেন্টদের জন্যও থাকছে নতুন নিয়ম: প্রথম ৩০ মিনিটে টিকিট কাটতে পারবেন না!

নিজস্ব সংবাদদাতা

ভারতীয় রেলওয়ের তৎকাল টিকিট বুকিং বহুদিন ধরেই যাত্রীদের কাছে এক দুঃস্বপ্নের নাম। কয়েক মুহূর্তেই সমস্ত টিকিট উধাও, সার্ভার সমস্যা এবং এক শ্রেণির দালাল চক্র—এই জালিয়াতির বিরুদ্ধে এবার বড়সড় পদক্ষেপ নিচ্ছে রেল।

২০২৫ সালের ১ জুলাই থেকে চালু হচ্ছে একটি নতুন নিয়ম: IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে তৎকাল টিকিট বুক করতে হলে বাধ্যতামূলকভাবে আধার নম্বর OTP-এর মাধ্যমে যাচাই করতে হবে। ১৫ জুলাই থেকে এই ভেরিফিকেশন প্রক্রিয়া কার্যকর হচ্ছে।

এই পদক্ষেপের পেছনে মূল লক্ষ্য—দালালদের রুখে সাধারণ যাত্রীদের হাতে ন্যায্য সুযোগ তুলে দেওয়া। নতুন নিয়ম অনুযায়ী, অনুমোদিত এজেন্টরা বুকিং শুরুর প্রথম ৩০ মিনিটের মধ্যে কোনো টিকিট কাটতে পারবেন না। ফলে সকাল ১০টায় এসি এবং সকাল ১১টায় স্লিপার ক্লাসের বুকিং শুরুর সময়সীমায় এজেন্টরা অংশ নিতে পারবেন না, বরং তাঁরা যথাক্রমে ১০:৩০ এবং ১১:৩০ থেকে বুকিং শুরু করতে পারবেন।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই পরিবর্তনকে যুগান্তকারী পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, শুধু অনলাইন নয়, কাউন্টার বুকিং কিংবা এজেন্ট বুকিং—সব ক্ষেত্রেই OTP ভিত্তিক আধার যাচাই বাধ্যতামূলক করা হচ্ছে।

এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সাধারণ যাত্রীরা আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য বুকিং অভিজ্ঞতা পাবেন বলে আশা করা হচ্ছে।

Share this Article
Leave a comment