নিজস্ব সংবাদদাতা –
আধার কার্ড ও মোবাইল নম্বর সংযুক্তিকরণ ছিল নাগরিক পরিষেবার ডিজিটাল ভবিষ্যতের চাবিকাঠি। কিন্তু আজ তা হয়ে দাঁড়িয়েছে ফাঁস হওয়া তথ্য ও জালিয়াতির প্রধান উৎস।
একের পর এক মামলায় দেখা যাচ্ছে, কেবল একটি মোবাইল নম্বর দিয়েই কোথাও থেকে পাওয়া আধার নম্বর দিয়ে ভুয়ো KYC তৈরি হচ্ছে, যার মাধ্যমে প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এমনকি লোনও নেওয়া যাচ্ছে। এআই প্রযুক্তির মাধ্যমে বায়োমেট্রিক নকল করাও এখন আর অসম্ভব নয়।
TAFCOP–এর মতো প্ল্যাটফর্ম শুরু হলেও সাধারণ নাগরিকের মধ্যে এর ব্যবহার অতি নগণ্য। অনেকেই জানেন না যে তাঁদের নামে কতগুলো মোবাইল নম্বর চলছে।
এ পরিস্থিতিতে শুধু প্রযুক্তিগত নিরাপত্তা নয়, নাগরিক সচেতনতাই পারে বড় বিপদ ঠেকাতে। নয়তো আধার নম্বর একদিন আপনার বিরুদ্ধে অপরাধের হাতিয়ার হয়ে উঠবে।