
নিজস্ব সংবাদদাতা – চীনের তৈরি আধুনিক স্টেলথ ফাইটার জেট J-35A এখন শুধু তাদের নিজেদের সামরিক শক্তি নয়, বরং আন্তর্জাতিক অস্ত্রবাজারের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই জেট এতটাই উন্নত যে, রাডারেও সহজে ধরা পড়ে না। সবচেয়ে বড় কথা, পাকিস্তান ইতিমধ্যেই ৪০টি J-35A কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এতে শুধু ভারতের কপালে চিন্তার ভাঁজ নয়, বরং গোটা দক্ষিণ এশিয়ার বিমান ভারসাম্যই বদলে যেতে পারে। পাকিস্তানি পাইলটরা চীনে প্রশিক্ষণ নিচ্ছে, আর ২০২৫ থেকে জেটগুলোর ডেলিভারি শুরু হবে।
ভারতের জন্য সমস্যাটা হলো— এখনো পর্যন্ত দেশের হাতে কোনো পঞ্চম প্রজন্মের স্টেলথ জেট নেই। দেশীয় প্রযুক্তিতে তৈরি AMCA প্রজেক্টে দেরি হচ্ছে, যা ২০৩৫ সালের আগে পুরোপুরি প্রস্তুত হবে না। ফলে পাকিস্তানের J-35A এর মতো শক্তিশালী জেট এলে, ভারতের Su-30MKI বা রাফায়েলের পক্ষে তাদের টেক্কা দেওয়া কঠিন হয়ে পড়বে। PL-17 নামক ৪০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্র, স্টেলথ ডিজাইন ও উন্নত সেন্সরের জোরে পাকিস্তান বড়সড় সুবিধা পেয়ে যেতে পারে। এখন ভারতের সামনে দুটি রাস্তা— হয় বিদেশ থেকে আপাতত আধুনিক জেট কেনা, নয়তো বিদ্যমান জেটগুলোকে আরও শক্তিশালী করে তোলা।