Notification
Notification
Notification

আপনিও যদি SBI নেট ব্যাঙ্কিং করেন, তাহলে এই খবরটা আপনার জানা খুব দরকার!

eBardhaman
1 Min Read
আপনি যদি SBI নেট ব্যাঙ্কিং ব্যবহার করেন, তাহলে এই পরিবর্তনগুলো না জানলে সমস্যা হতে পারে! প্রতিদিন ভোরে ব্যাঙ্কিং বন্ধ থাকবে কিছু সময়ের জন্য ওটিপি, পাসওয়ার্ড ও প্রোফাইল পাসওয়ার্ড বাধ্যতামূলক এখন আপনি নিজেই লক-আনলক করতে পারবেন

নিজস্ব সংবাদদাতা – দেশের বৃহত্তম ব্যাঙ্ক SBI (State Bank Of India) তাদের নেট ব্যাঙ্কিং ব্যবহারকারীদের জন্য এক জরুরি ঘোষণা করেছে। প্রতিদিন খুব ভোরে, ৪টা ৪৫ মিনিট থেকে ৫টা ৪৫ মিনিটের মধ্যে, মাত্র কয়েক মিনিটের জন্য SBI-র ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকতে পারে। কেন? কারণ ব্যাঙ্ক প্রতিদিন এই সময়ে সিস্টেম মেইনটেনেন্স করে, যাতে সার্ভিস আরও ভালো আর নিরাপদ হয়। তাই আপনি যদি খুব সকালে কোন ব্যাঙ্কিং কাজ করার পরিকল্পনা করেন, তাহলে এই সময়টা এড়িয়ে চলাই ভালো।

শুধু তাই নয়, SBI তাদের নেট ব্যাঙ্কিং-এর নিরাপত্তাও আরও কড়া করছে। এখন লগইন করতে হলে ওটিপি (OTP) দরকার পড়বেই। আর প্রতি ১৮০ দিনে পাসওয়ার্ড বদলাতেই হবে। প্রথমবার লগইন করার সময় প্রোফাইল পাসওয়ার্ড সেট করতেও হবে, যেটা বছরে একবার আপডেট করতে হবে। SBI পরামর্শ দিচ্ছে, পাসওয়ার্ড যেন মজবুত হয়—মানে তাতে অক্ষর, সংখ্যা আর স্পেশাল ক্যারেক্টার থাকতেই হবে।

আর একটা দারুণ ফিচার হচ্ছে—আপনি চাইলে যেকোনও সময়ে আপনার নেট ব্যাঙ্কিং অ্যাক্সেস লক বা আনলক করতে পারবেন। এতে আপনার অ্যাকাউন্ট আরও নিরাপদ থাকবে। সব মিলিয়ে, SBI-র এই পরিবর্তনগুলো আপনার অনলাইন ব্যাঙ্কিং অভিজ্ঞতা আরও সুরক্ষিত ও সুবিধাজনক করে তুলবে।

Share this Article
Leave a comment