Notification
Notification
Notification

৩১ ডিসেম্বরের পর বাতিল হতে পারে একাধিক PAN কার্ড! তালিকায় আপনি আছেন কি না, এখনই যাচাই করুন

eBardhaman
2 Min Read

📍 E-Bardhaman ডেস্ক | ২০ জুন ২০২৫
দেশের আয়কর দপ্তরের পক্ষ থেকে এবার কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে একাধিক বা ভুয়ো PAN কার্ড বাতিল করার জন্য। নতুন নিয়ম অনুযায়ী, যেসব PAN কার্ডে এখনো আধার নম্বর লিংক করা হয়নি, সেইসব কার্ড বাতিল হয়ে যেতে পারে আগামী বছরের শুরুতেই।


📅 নতুন নিয়ম কার্যকর হচ্ছে ১লা জুলাই ২০২৫ থেকে

সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT)-এর নির্দেশ অনুযায়ী, আগে PAN কার্ড তৈরির সময় কেউ যদি আধার নম্বর না দেন, তবুও আবেদন গ্রহণ করা হতো। কিন্তু এবার থেকে আধার নম্বর না দিলে আবেদনই গ্রহণযোগ্য হবে না।

এছাড়া পুরনো যেসব PAN এখনও আধারের সঙ্গে সংযুক্ত হয়নি, সেগুলিও বাতিলের মুখে


❗ ৩১ ডিসেম্বর ২০২৫ – গুরুত্বপূর্ণ সময়সীমা

সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে —
👉 ৩১ ডিসেম্বরের মধ্যে PAN কার্ডে আধার লিঙ্ক না করলে, সেই PAN বাতিল বলে গণ্য হবে
👉 ফলে আয়কর রিটার্ন, ব্যাংকিং, ইনভেস্টমেন্ট বা যে কোনো আর্থিক লেনদেন হবে না সেই কার্ড দিয়ে।

✅ কীভাবে করবেন PAN-আধার লিংকিং?

  1. ভিজিট করুন: https://incometax.gov.in
  2. “Link Aadhaar” অপশনে যান
  3. PAN ও Aadhaar নম্বর দিন
  4. OTP দিয়ে যাচাই করুন
  5. কনফার্ম করে সাবমিট করুন

⏱️ মাত্র কয়েক মিনিটেই কাজ সম্পন্ন হবে।


📌 উপসংহার

সরকারের এই কড়া পদক্ষেপের ফলে কর ব্যবস্থায় স্বচ্ছতা আসবে এবং ভুয়ো PAN কার্ডের অপব্যবহারও বন্ধ হবে বলে আশা করা যাচ্ছে। তবে সময়মতো আধার লিংক না করলে সাধারণ মানুষই সবচেয়ে বড় সমস্যায় পড়বেন।

👉 তাই এখনই যাচাই করুন আপনার PAN লিংক হয়েছে কিনা। না হয়ে থাকলে দ্রুত করুন এই গুরুত্বপূর্ণ কাজ।

"People walking on a crowded street with Aadhaar and PAN card graphics, warning about PAN card deactivation due to missing Aadhaar link."

একাধিক PAN কার্ড বাতিলের পথে!

Share this Article