Notification
Notification
Notification
অমরনাথ যাত্রাপথে ড্রোন নিষিদ্ধ, ১ জুলাই থেকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা জম্মু-কাশ্মীরে

অমরনাথ যাত্রাপথে ড্রোন নিষিদ্ধ, ১ জুলাই থেকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা জম্মু-কাশ্মীরে

eBardhaman
1 Min Read
অমরনাথ যাত্রাপথে ড্রোন নিষিদ্ধ, ১ জুলাই থেকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা জম্মু-কাশ্মীরে

নিজস্ব সংবাদদাতা – আসন্ন অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে জোরদার করা হল নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গলবার জম্মু ও কাশ্মীর প্রশাসন ঘোষণা করেছে, চলতি বছরের অমরনাথ যাত্রা চলাকালীন সমস্ত যাত্রাপথকে ‘নো ফ্লাই জোন’ বা উড়ান নিষিদ্ধ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।

উপরাজ্যপাল মনোজ সিনহার নির্দেশে স্বরাষ্ট্র দপ্তরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত মানববিহীন আকাশযান (UAV), ড্রোন, হেলিয়াম বেলুনসহ যেকোনো ধরনের অসামরিক উড়ান নিষিদ্ধ থাকবে।

এই নিষেধাজ্ঞা থেকে ছাড় পাবেন কেবলমাত্র রোগী পরিবহণ, বিপর্যয় মোকাবিলা ও নিরাপত্তা বাহিনীর নজরদারি সংক্রান্ত উড়ানগুলি। এর জন্য নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) পরে জারি করা হবে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, ৩ জুলাই শুরু হতে চলা শ্রী অমরনাথজি যাত্রার শান্তিপূর্ণ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শ মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এছাড়াও, ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। প্রতিবছর হাজার হাজার তীর্থযাত্রী অমরনাথ যাত্রায় অংশ নেন, তাই প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত সতর্কতা গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

Share this Article
Leave a comment