পূর্ব বর্ধমান,বীরভূম ও হুগলি জেলার পুলিশ ব্যবস্থার সুবিধার জন্য একটি নতুন DIG অফিস উদ্বোধন বর্ধমানে।

আজ এই কার্যালয়টি উদ্বোধন করেছিলেন রাজ্য পুলিশের IG অশোক কুমার প্রসাদ।
এসময় আরও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার সায়ক দাস, অতিরিক্ত পুলিশ সুপার অর্ঘ্য ব্যানার্জি, DIG শ্যাম সিং, বর্ধমান থানার ওসি, মহিলা থানার ওসি ও পূর্ব বর্ধমান জেলার ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা।

নতুন এই কার্যালয়টি বর্ধমান মহিলা থানার ঠিক পাশেই স্থাপন করা হয়েছে। এর মধ্য দিয়ে আশেপাশের জেলাগুলি আরও ভালো ও কার্যকর পুলিশি সেবা পেতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।