নিজস্ব সংবাদদাতা –
আইএসএলে ধারাবাহিক ব্যর্থতার পর দল পুনর্গঠনে বড়সড় পরিকল্পনায় নেমেছে ইস্টবেঙ্গল। রক্ষণ শক্তিশালী করতে চেন্নাইন এফসির কর্নার শিল্ডসকে দলে নিতে আগ্রহী লাল-হলুদ শিবির। চেন্নাইনের সঙ্গে এখনও চুক্তি নবীকরণ না হওয়ায় তাঁর লাল-হলুদে যোগ দেওয়ার সম্ভাবনা জোরালো।
এছাড়াও, ৬ ফুট ৮ ইঞ্চির ইতালিয়ান ডিফেন্ডার আলেসান্দ্রো কোপোলার সঙ্গেও কথাবার্তা চলছে। তিনি বর্তমানে খেলছেন মালটার বিরকিরকারা এফসিতে।
আক্রমণে নজর পড়েছে স্প্যানিশ স্ট্রাইকার এঞ্জেল রোডাডোর দিকে, যিনি পোল্যান্ডের উইসলা ক্রাকাও ক্লাবের হয়ে চলতি মরশুমে ২৩টি গোল করেছেন। তাঁকে পেতে ইস্টবেঙ্গলকে প্রায় ১২ কোটি টাকা খরচ করতে হতে পারে।রক্ষণ ও আক্রমণ— দুই ক্ষেত্রেই শক্তি বাড়াতে মরিয়া ইস্টবেঙ্গল।