ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে উপলক্ষে স্বেচ্ছাসেবী সংস্থা টিম উড়ান এর উদ্যোগে আজ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
সংস্থার সকল সদস্য স্বতঃস্ফূর্ত ও উৎসাহের সাথে এই মহত্ উদ্যোগে অংশগ্রহণ করেছিলেন, যা অনুষ্ঠানটিকে সম্পূর্ণরূপে সফল ও স্মরনীয় করে তুলেছে। মোট ৩৭ জন রক্তদান করেছিলেন এই শিবিরে — যা অপরের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংস্থার সম্পাদক সেখ ইয়াসিন বলেন, “রক্তদান হলো সবচেয়ে মহত্ ও সুন্দর উপহার — যা অপরের জীবন বাঁচাতে পারে। টিম উড়ানে সবাই সেই বিশ্বাসে অনুপ্রাণিত হয়েই আজ এগিয়ে এসেছে।”
সংস্থার এই উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এরকম সামাজিক কল্যাণমূলক কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।
