Notification
Notification
Notification

কলেজে অনলাইন ভর্তির পোর্টাল খোলার দিন ঘোষণা, শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া

eBardhaman
1 Min Read

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার পর রাজ্যের উচ্চশিক্ষা দফতর পশ্চিমবঙ্গের কলেজগুলিতে স্নাতক স্তরের (UG) অনলাইন ভর্তির পোর্টাল খোলার তারিখ ঘোষণা করেছে। ২০২৫ শিক্ষাবর্ষে কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হতে চলেছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

ভর্তি পোর্টাল খোলার সম্ভাব্য তারিখ:
➡️ প্রথম সপ্তাহ, জুলাই ২০২৫ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে।
➡️ আবেদন চলবে আনুমানিক দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত।

🔹 কোন কোন তথ্য প্রয়োজন?

অনলাইনে আবেদন করার সময় প্রয়োজন হবে:

  • উচ্চ মাধ্যমিক মার্কশিট
  • ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি
  • ক্যাটেগরি সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
  • মোবাইল নম্বর ও ইমেল আইডি

🔹 গুরুত্বপূর্ণ নির্দেশিকা:

✔️ সমস্ত আবেদন হবে wbchse-admissions.gov.in বা সংশ্লিষ্ট কলেজের অফিশিয়াল ওয়েবসাইটে
✔️ একাধিক কলেজে আবেদন করার সুযোগ থাকবে
✔️ কাউন্সেলিং এবং মেধা তালিকা সম্পূর্ণ অনলাইনেই পরিচালিত হবে

COLLEGE ADMISSION 2025

📌 আপডেট থাকুন
সবচেয়ে দ্রুত ও নির্ভরযোগ্য শিক্ষা সংক্রান্ত খবর পেতে চোখ রাখুন [ebardhaman.com] -র অফিসিয়াল প্ল্যাটফর্মে।

Share this Article